শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে যৌথ বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ-ভুটান
প্রকাশ কাল | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

ভুটানের জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ-ভুটান যৌথ বিনিয়োগের ব্যাপারে আগ্রহী বলে জানান বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনৎসিল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, উত্তরের জেলা কুড়িগ্রামে ভুটানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আমরা খুব শিগগিরই এটি চালুর অপেক্ষায় রয়েছি।

তিনি বলেন, ভুটানি বিনিয়োগকারীরা এখানে ভুটান ও আন্তর্জাতিক বাজারের জন্য পণ্য উৎপাদন করবে। এ ছাড়া ভুটান বাংলাদেশ থেকে বিকল্প ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে চেষ্টা চলছে বলে জানান তিনি।

সাক্ষাৎকালে তারা উভয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ার এ দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে আলোচনা করেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূতের প্রচেষ্টা এবং বাংলাদেশের একজন ভালো বন্ধু হিসেবে ভূমিকা রাখার জন্য ড. ইউনূস ভুটানের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

এই পাতার আরো খবর
Our Like Page