শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
ঝিনাইদহে দোকানে আগুন লেগে শতাধিক পাখির মৃত্যু
প্রকাশ কাল | বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন

ঝিনাইদহে শহরে একটি পাখির দোকানে আগুন লেগে বিদেশী জাতের প্রায় শতাধিক পাখি মারা গেছে। বুধবার (১২ মার্চ) রাত ১১টার দিকে শহরের ব্যাপারীপাড়া শাপলাচত্বরের কাজী ইবলুর বিডি বার্ড ফুডের দোকানে আগুন লেগে মারা যায় পাখিগুলো।

স্থানীয় আব্দুল্লাহ আল মামুন খবরের কাগজকে জানান, আগুনে কাজী ইবলুরের দোকানে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র দাবি করেছে। মশার কয়েল থেকে থেকে সূত্রপাত হওয়া আগুন মুহূর্তেই পুরো দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই দোকানের প্রায় শতাধিক ককাটেল, বাজরিকা, লাভবার্ড, ডায়মন্ড ডাভ জাতের বিদেশী পাখি মারা যায়।

আগুলে পুড়ে এতো পাখি মারা যাওয়ায় পাখি প্রেমিক ব্যবসায়ী কাজী ইবলুরের মাঝে শোক বিরাজ করছে।

এই পাতার আরো খবর
Our Like Page