
পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে আওয়ামী লীগ নেত্রী মাহজেবিন শিরিন পিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে শহরের হাসপাতাল সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
জানা গেছে, গত বছরের ৪ আগস্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক।
এর আগে, একই মামলায় পিয়ার ভাই ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এ ছাড়া পিয়ার ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন।
ওসি শহিদুল ইসলাম জানান, গত ৪ আগস্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহজেবিন শিরিন পিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।