শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ মানবতাবিরোধী মামলার ১৫ সেনা কর্মকর্তা কারাগারে: প্রথম দিন কেমন কাটল দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫ যে আসনে বিজয়ী প্রার্থীর দল সরকার গঠন করে: সিলেট-১ আসনে উত্তাপ বাড়ছে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা
Headline
Wellcome to our website...
জানা গেল সমন্বয়ক রাফির স্ত্রীর পরিচয়
প্রকাশ কাল | সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তার তালাত মাহমুদ রাফি নামের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
রাফি পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোআ একান্ত কাম্য। ০৩/১২/১৪৩১ বাংলা।’ তবে তিনি কোথায় বিয়ে করেছেন তা উল্লেখ করেননি। অপর আরেকটি পোস্টে জান্নাতুল ফেরদৌস নামে একটি ফেসবুক আইডিকে যুক্ত করে রিলেশনশিপ স্টাটাসও দেন তিনি।
এদিকে রাফির ওই পোস্টের পরেই তিনি বরগুনায় বিয়ে করেছেন উল্লেখ করে নানা শ্রেণি-পেশার পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করতে শুরু করেন। এছাড়াও রাফির পোস্ট করা জান্নাতুল ফেরদৌস নামে ওই ফেসবুক আইডিতে দেখা যায়, দুজনের একটি ছবি পোস্ট করে জান্নাতুল ফেরদৌসও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। ১৭/০৩/২০২৫।’
খোঁজ নিয়ে জানা যায়, জান্নাতুল ফেরদৌস বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গাবতলা নামক এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে। তার মা পূর্ব চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবাও একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। জান্নাতুল ফেরদৌস এবং রাফির বোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিংয়ে একত্রে পড়াশোনা করতেন। সেখান থেকে পরিচয় সূত্রে উভয় পরিবারের সম্মতিতে রাফি এবং জান্নাতুল ফেরদৌসের বিয়ে সম্পন্ন হয়েছে।
জান্নাতুল ফেরদৌসের বাবা জাকির হোসেন বলেন, আমার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পন্ন হয়েছে। গত মাসের ৮ তারিখ রাফির বাবার সঙ্গে বসে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। পরে আজ সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাফির বোনের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। তবে পরবর্তী আনুষ্ঠানিকতার তারিখ বা কোনো দিন এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।

এই পাতার আরো খবর
Our Like Page