
ঢাকার আদালত বিএনপি নেতা ইশরাক হোসেনকে ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএসসিসি) বিজয়ী ঘোষণা করেছেন। আদালতের এই রায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ, ২০২৫) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
বিএনপির এই নেতা ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক হোসেন।
আদালতের রায়ে যা বলা হয়েছে:
* আদালত ইশরাক হোসেনকে ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে।
* একই সঙ্গে ভোট কারচুপির অভিযোগে শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেছে আদালত।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এই রায়ের ফলে এখন থেকে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।