
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. সাখাওয়াত হোসেন মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিতে স্মৃতিসৌধে উপস্থিত থেকেও পুষ্পস্তবক অর্পণ করা এবং শহীদের রাষ্ট্রীয় সালাম দেওয়া থেকে বিরত ছিলেন।
এই ঘটনার আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও তিনি শহীদ মিনারে ফুল দেননি। যদিও তার পাশে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন তখন পুষ্পস্তবক অর্পণ করেছিলেন।
টানা দুই জাতীয় দিবসে পুলিশের সর্বোচ্চ স্থানীয় কর্মকর্তা হিসেবে পুষ্পস্তবক অর্পণ না করায় সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কেন তিনি এমনটা করলেন?
ব্রাহ্মণবাড়িয়ার একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বলছেন, ‘একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হয়ে জাতির গুরুত্বপূর্ণ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন না করা দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।’
এ ব্যাপারে পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘অফিসে আসেন, মোবাইলে বলা যাবে না। রোজার মাসের পরে আসেন, চা খেতে-খেতে বলা যাবে।’