
আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ময়নাতদন্তকারী চিকিৎসক কার্লোস ক্যাসিনেল্লি দাবি করেছেন, মৃত্যুর আগে ম্যারাডোনা অন্তত ১২ ঘণ্টা ধরে অসহনীয় যন্ত্রণা সহ্য করেছেন।
২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। তার মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগকে দায়ী করা হয়। তবে ময়নাতদন্তকারী চিকিৎসকের এই নতুন বক্তব্যে ম্যারাডোনার মৃত্যুরহস্য আরও ঘনীভূত হয়েছে।
ক্যাসিনেল্লি আদালতের শুনানিতে জানান, ম্যারাডোনার হৃদপিণ্ড চর্বি এবং জমাট বাঁধা রক্তে পূর্ণ ছিল। যা তার মৃত্যুর আগে তীব্র যন্ত্রণার ইঙ্গিত দেয়। ম্যারাডোনার হৃদযন্ত্র স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ বড় হয়ে গিয়েছিল, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলেছিল।
ক্যাসিনেল্লি আরও বলেন, ম্যারাডোনার ফুসফুসে মৃত্যুর অন্তত ১০ দিন আগে থেকে জল জমতে শুরু করেছিল। তবে, তার চিকিৎসকরা এই বিষয়টি উপেক্ষা করেছিলেন। ম্যারাডোনার মৃত্যুর সময় তার বাড়িতে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ করেছেন ক্যাসিনেল্লি।
ম্যারাডোনার মৃত্যুতে অবহেলার অভিযোগ এনে তার ব্যক্তিগত চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, নার্স-সহ সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মামলা চলছে। এই মামলায় ক্যাসিনেল্লির বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে।