দেশের আকাশে দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ, ঈদ কাল

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই, আগামীকাল সোমবার (৩১ মার্চ, ২০২৫) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
ঈদ উদযাপন উপলক্ষে, জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যা সকাল ৭টা থেকে শুরু হয়ে প্রতি এক ঘণ্টা পর পর অনুষ্ঠিত হবে। শেষ জামাতটি হবে সকাল পৌনে ১১টায়।
ঈদ উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এই পাতার আরো খবর