
“সৈয়দপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদ সামগ্রি বিতরণ ”
(নিলফামারী প্রতিনিধি)
মোঃআব্দুল্লাহ মুকিত
মোবাঃ ০১৭৯৮১৯০০০২
সৈয়দপুরে গরীব মেহনতী খেটে-খাওয়া মানুষের মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ঈদ সামগ্রী বিতরণ করেন। উক্ত বিতরণ অনুসঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামি (সৈয়দপুর – কিশোরগঞ্জ ৪) আসনে মননীত প্রার্থী হাফেজ,মাওলানা আবদুল মুনতাকিম নিলফামারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম রতন সৈয়দপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃআব্দুল মোমেন উপদেষ্টা মোঃ শরফুদ্দিন, খান, উপদেষ্টা মোঃ মাওলানা, অজেদ আলি সেক্রেটারি মোঃ জুনায়েদ আহম্মেদ সহ সভাপতি মোঃ জুলফিকার আলি বাংলাদেশ রেলওয়ে কারখানা সৈয়দপুর শাখার সেক্রেটারি মোঃখাইরুল বাসার, অনান্য সদস্য গন উপস্থিত ছিলেন। উক্ত বিতরণ অনুসঠানে সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল মোমেন বলেন শ্রমিক দিনমজুর খেটে-খাওয়া মানুষের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং সকল শ্রমিক খেটে খাওয়া মানুষের সুখ- দুক্ষে অভাব- অনটন বিপদ আপদে সব সময় পাশে থাকার আশা প্রকাশ করেন। সব শেষে সৈয়দপুর বাসির দেশ ও প্রবাসী শ্রমিকদের ঈদের খুশি এবং শুভেচ্ছা জানান
মোঃ আব্দুল্লাহ মুকিত
মোবা ০১৭৯৮১৯০০০২