
গাজায় হামলার প্রতিবাদে সবাইকে রাজপথে নামার ডাক সারজিসের ৭ এপ্রিল ২০২৫
আমেরিকান বিশ্বব্যাপী প্রত্যার পালন আহ্বান জানিয়েছে আমাদের মজলুম গাজাবাসী ভাইয়েরা। গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা।
কিন্তু আমরা শুধু মুসলিম হিসেবে নয় বরং মানুষ হিসেবে আমাদের দায়িত্ব সীমাবদ্ধ থাকা উচিত নয় বরং দল মত নির্বিশেষে মানবিক ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে ইসরাইলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।
আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লাশগুলোর সাথে একাত্মতা জানাতে অন্তত নিরস্ত্র অবস্থায় রাজপথে তো নামতে পারবো।
NCP, BNP, জামায়াত, আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয় “বাংলাদেশ” ব্যানারে, আমানত হিসেবে আমাদের হাতে থাকা পতাকা নিয়েই আমাদের প্রিয় শহর “ঢাকা” সহ সারাদেশের জেলা শহরগুলোতে প্রতীকী স্লোগান দিতে হবে।
তাই সব জেলার সচেতন নাগরিক হিসেবে একযোগে দায়িত্ব নিয়ে ট্রেইন বন্ধ রেখে কর্মস্থলী বন্ধ রেখে ৭ এপ্রিলের কর্মবিরতি পালন, মত, পথকে ছাড়িয়ে সবার একটাই পরিচয় “বাংলাদেশের জনগণ” হিসেবে গাজাবাসীর পাশে হক।