১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু
চীনের এক ভবনের ১১ তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের ফুটবলার অ্যারন বুপেন্দজা। তার বয়স হয়েছিল ২৮ বছর।
দেশটির ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বুপেন্দজার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। দেয়া হয়েছে শোকবার্তাও।
বিবৃতিতে বলা হয়েছে, বুপেন্দজাকে একজন দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে স্মরণ করা হবে, যিনি ক্যামেরুনে আফকন চলাকালীন তার দক্ষতার ছাপ রেখেছিলেন। ফেগাফুট ও গ্যাবনের ফুটবল অঙ্গন তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে
এই পাতার আরো খবর
Our Like Page


