ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা, নিহত ৩৮

হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বৃহস্পতিবারের (১৭ এপ্রিল) এ হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন।হুতি সমর্থিত আল মাসিরাহ টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চে ইরান-সমর্থিত এ গোষ্ঠীর ওপর ট্রাম্প প্রশাসন হামলা শুরু করে। গত একমাসের মধ্যে গতকালের হামলাটি ছিল সবচেয়ে মারাত্মক।
ইয়েমেনের হোদেইদাহ স্বাস্থ্য দফতরের বরাত দিয়ে আল মাসিরাহ টিভি জানিয়েছে, বৃহস্পতিবারের হামলায় ৩৮ জন নিহত ও ১০২ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেনাবাহিনী হুতি গোষ্ঠীর জ্বালানির উৎস নির্মূলের লক্ষ্যে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
এই পাতার আরো খবর