৬ বা বেশি সন্তানের মায়েদের পুরস্কার দেবেন ট্রাম্প
জন্মহার ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে নানা উদ্যোগ নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে সন্তান জন্ম দিলে নগদ অর্থ ও বিবাহ বন্ধনে আবদ্ধ হলে আর্থিক সহায়তার পরিকল্পনা করছেন তিনি।
সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়েছে, মায়েদের আরও সন্তান নিতে উদ্বুদ্ধ করতে উপায় খুঁজছে হোয়াইট হাউজ।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জন্মহার এখনকার মতো কম থাকলে একটা সময় অর্থনৈতিকভাবে ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র। তাদের দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা কমবে এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে।
এই পাতার আরো খবর
Our Like Page


