“শেখ হাসিনার বক্তব্য প্রদান ঠেকানো যাবে না বলে জানান মোদি।”

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠক হয়। সেখানে তিনি শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলেছিলেন। কিন্তু জবাবে মোদি বলেন, তিনি এটা পারবেন না। কারণ ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত। সেখানে সবাই কথা বলতে পারে।
ড. ইউনূস আরও বলেন, “আমি মোদিকে বলেছিলাম, শেখ হাসিনা যখন ভারতে থাকবেন, তাঁর উচিত হবে না বক্তব্য দেওয়া। কারণ তাঁর বক্তব্য বাংলাদেশের মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং আমাদের জন্য সমস্যা তৈরি করে।”
আল জাজিরার পক্ষ থেকে প্রশ্ন রাখা হয়, শেখ হাসিনার ভারতে অবস্থানকে অন্তর্বর্তী সরকার কীভাবে দেখছে। জবাবে ড. ইউনূস বলেন, “আমরা আশা করেছিলাম ভারত এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”
এই পাতার আরো খবর