দুদকের মামলায় সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের নির্দেশ আদালতের

দূর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোক (জব্দ) ও এর দেখভালের জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।
আজ ২৯ এপ্রিল, ২০২৫ তারিখে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের জন্য আদালতে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
ফ্ল্যাটটি গুলশানের ৭ নম্বর রোডের ৩ নম্বর হাউসের (কবরী) ২০৩ নম্বর ফ্ল্যাট। ফ্ল্যাটটির মূল্য ২৭ লাখ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
আদালত একইসাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে থাকা ১৬ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা ফ্রিজ করারও আদেশ দিয়েছেন।
এই পাতার আরো খবর