
ভারতের বিহার রাজ্যের একটি স্কুলে মিড-ডে মিলের খাবারে মৃত সাপ পাওয়ার অভিযোগ উঠেছে। এই খাবার খেয়ে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।
জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ অনুযায়ী, রান্নার পাত্রে মৃত সাপ পাওয়ার পরেও সেই খাবার শিশুদের পরিবেশন করা হয়। এই ঘটনা মোকামা শহরের একটি সরকারি বিদ্যালয়ে ঘটেছে।
খাবার গ্রহণের পর অসুস্থ হওয়া শিশুদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে রাস্তা অবরোধ করেন। এনএইচআরসি জানিয়েছে, যদি এই অভিযোগ সত্যি হয়, তবে এটি শিশুদের মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। কমিশন বিহারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন, যেখানে আক্রান্ত শিশুদের স্বাস্থ্য বিষয়ক তথ্যও অন্তর্ভুক্ত থাকবে।
উল্লেখ্য, ভারতে মিড-ডে মিল একটি সরকারি কর্মসূচি, যার উদ্দেশ্য হলো দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং তাদের ক্ষুধা নিবারণ করা। তবে এই কর্মসূচির খাবারের মান নিয়ে প্রায়ই অভিযোগ ওঠে। ২০১৩ সালে বিহারের সারান জেলায় মিড-ডে মিলের খাবারে বিষক্রিয়ায় ২৩ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।