
ড. ইউনূস সাহেবকে বলবো, আপনার ওপর আমাদের আস্থা আছে। কিন্তু আপনি নারী সংস্কার কমিশনের যে খপ্পরে পড়ছেন সেটা থেকে বের হয়ে আসেন। যদি বের না হন ইনশাআল্লাহ, সুম্মা-ইনশাআল্লাহ, আপনার অবস্থা শেখ হাসিনার থেকেও খারাপ হবে।’
শনিবার (৩ মে) নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে যাওয়ার সময় এমনটাই বলেন হেফাজতে ইসলামের নেতারা। এদিন সকাল ৯টায় হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতারা মহাসমাবেশ স্থলে পৌঁছান। শীর্ষ নেতারাসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম মহাসমাবেশে বক্তব্য রাখছেন।
এদিকে আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে শুরু হওয়া মহাসমাবেশের বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা বলেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০ শতাংশ মুসলমানের দেশে কোরআন-সুন্নাহবিরোধী কোনো নীতি বাস্তবায়ন করার সাহস করবেন না। অবিলম্বে প্রতিবেদনসহ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ঘোষণা করুন। শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করুন