স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে ট্রাম্প প্রশাসন দিচ্ছে ১ হাজার ডলার
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যেসব অভিবাসীরা অবস্থান করছেন, তারা যদি স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান তাহলে তাদের ভ্রমণ ব্যয় বহনসহ এক হাজার মার্কিন ডলার প্রদান করবে ইউএস প্রশাসন। সোমবার (৫ মে) এমন ঘোষণা দিয়েছেনন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর রয়টার্স।
দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নোম এক বিবৃতিতে বলেন, কেউ যদি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করে; তাদের জন্য স্বেচ্ছা প্রত্যাবাসনই গ্রেফতার এড়িয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার সবচেয়ে নিরাপদ, কার্যকর এবং ব্যয়সাশ্রয়ী উপায়।’
স্বরাষ্ট্র নিরাপত্তা দফতর (ডিএইচএস) জানিয়েছে, ‘সিবিপি হোম অ্যাপ’-এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের জন্য আর্থিক সহায়তা ও ভাতা দেয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট অভিবাসীকে এক হাজার ডলারের ভাতা প্রদান করা হবে।
এই পাতার আরো খবর
Our Like Page


