বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
চাঁদাবাজ ও খুনিদের বাংলার ক্ষমতাসীটেও আর দেখতে চাই না: রেজাউল করীম বিএনপির নিশ্চিত জয়ের প্রভাবেই ভোট বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে: বেবী নাজনীন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সবসময় চলতেই থাকবে: হাদি নারীবান্ধব ক্যাম্পাস গড়তে উমামা ফাতেমা দিয়েছেন একগুচ্ছ প্রতিশ্রুতি ‘ফ্যাসিস্ট পতনের পর তারেক রহমানকে সব দলই মাস্টারমাইন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে’: সেলিম রেজা নুরের ওপর হামলার ঘটনায় যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না: ইশরাকের হুঁশিয়ারি চীনের বৃহত্তম সামরিক মহড়ায় একই মঞ্চে উপস্থিত শি জিনপিং, পুতিন ও কিম জং উন আন্তর্জাতিক মান অনুসারে উন্নীত করার লক্ষ্যে বায়তুল মোকাররম মসজিদ সংস্কার ও আধুনিকায়নের পথে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব বিএনপির হাতে নিরাপদ: ডা. শাহাদাত নুরের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের ডাক, প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে
Headline
Wellcome to our website...
ভারতের অভিযোগ— ধর্মীয় স্থানে হামলার ছক কষছে পাকিস্তান
প্রকাশ কাল | শনিবার, ১০ মে, ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন

কলকাতা করেসপনডেন্ট:

দিল্লির সাউথ ব্লকের অভিযোগ, ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানকে বেছে বেছে হামলার নিশানা করার চেষ্টা করছে পাকিস্তান। শুক্রবার (৯ মে) ইসলামাবাদের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

ভারত-পাকিস্থানের মধ্যে সংঘাত পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি পাকিস্তানের দিকে এ তীর ছুড়েন। এ সময় সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন ভারতের সামরিক কর্মকর্তা সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং।

বিক্রম মিশ্রি আরও অভিযোগ করেন, ‘মন্দির-গুরুদ্বারা, চার্চকেও টার্গেট করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।পাকিস্তানকে দায়িত্ববান দেশের মতোই যোগ্য জবাব দিচ্ছে ভারত। পাকিস্তানের সমস্ত চক্রান্ত ব্যর্থ করেছে ভারত।’

পাকিস্তান মিথ্যাচার করছে দাবি করে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘পাকিস্তান দাবি করেছে কোনও ধর্মীয় স্থানে তারা হামলার নিশানা করেনি, যেটা সম্পূর্ণ মিথ্যে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গতকাল আমি পুঞ্চে গুরুদ্বারে হামলার কথা জানিয়েছিলাম। সেই হামলার দায়ভার স্বীকার করার পরিবর্তে পাকিস্তান মিথ্যাচার করছে এবং বলছে ভারতের সশস্ত্রবাহিনী ও ভারতীয় বিমানবাহিনী অমৃতসরকে নিশানা করেছে। এটা পাকিস্তানের আগ্রাসনের দায়িত্ব নিতে অস্বীকার করা ছাড়া আর কিছুই নয়। বিশ্বকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা বলছে পাকিস্তান। তবে ওদের এই উদ্দেশ্য সফল হবে না।’

ভারতের এয়ারস্ট্রাইক এড়াতে যাত্রীবাহী বিমান পাকিস্তানের ঢাল, এমন অভিযোগও তুলেন বিক্রম মিশ্রি। তিনি দাবি করেন, ভারতের আকাশসীমা একাধিকবার লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতের ৩৬টি জায়গায় আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করেছে পাকিস্তান। ৩০০ থেকে ৪০০টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। তবে পাকিস্তানের চক্রান্ত ব্যর্থ, বেশিরভাগ ড্রোনই ধ্বংস করেছে ভারত।

এই পাতার আরো খবর
Our Like Page