রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
ভারতের এস-৪০০ ধ্বংসের দাবি পাকিস্তানের
প্রকাশ কাল | শনিবার, ১০ মে, ২০২৫, ৬:০৮ পূর্বাহ্ন

ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) অপারেশন ‘বুনিয়ান মারসুস’ নামের এই হামলায় ভারত শাসিত পাঞ্জাবের জালান্দার জেলার আদমপুরে অবস্থিত নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের দাবি করে তারা।

এইদিন সকালে হামলা শুরুর পর থেকে একের পর এক সাফল্যের দাবি করে যাচ্ছে ইসলামাবাদ। একই সঙ্গে সাইবার হামলা করে বিজেপির সব ওয়েবসাইট হ্যাক করারও দাবি তাদের।

এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভারত কিনেছিল রাশিয়া থেকে। এর দাম প্রায় দেড় বিলিয়ন ডলার। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি বিবিসি। আর এ নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত।

এর আগে পাকিস্তান জানায়, তারা ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর জেরে দুইটি বিমান ঘাঁটিও ধংস করেছে তারা।

এই পাতার আরো খবর
Our Like Page