মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিংনিউজ-
নতুন সামাজিক সংগঠন সিএইচটি সম্প্রীতি জোট আত্মপ্রকাশ মেট্রোরেল পিলার থেকে পড়ে নিহত এক ব্যক্তি, তদন্ত শুরু ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো হবে: জামায়াত আমির ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি: সালাহউদ্দিন সালাহউদ্দিন আহমদ আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, অন্য প্রতীক নির্ধারণ করবে ইসি ২৩ ঘণ্টা বন্ধের পর পুনরায় চালু ফার্মগেট মেট্রোরেল সেনাবাহিনী নির্বাচনে বিচারিক ক্ষমতা চাওয়ার কারণ ও বিতর্ক পুলিশে বদলি-পদোন্নতির তদবির: কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের প্রতি বার্তা দিলেন: দলীয় একতা বজায় রাখুন
Headline
Wellcome to our website...
আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: শাহবাজ শরিফ
প্রকাশ কাল | বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮:১০ পূর্বাহ্ন

ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’র সাফল্যকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলা চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে তাদের সেনাদের নাস্তানাবুদ করে দেয় পাকিস্তান। এর মাধ্যমে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে।

বুধবার (১৪ মে) ভারতের বিরুদ্ধে বুনিয়ান-উম-মারসুসে অংশ নেয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এসব মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। খবর দেশটির সংবাদমাধ্যম জিও টিভির।

সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‌ইতিহাসে চিরন্তনভাবে থাকবে, কীভাবে কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা ভারতের অপ্ররোচিত আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে।

শাহবাজের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এছাড়াও সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, ও বিমানবাহিনীর প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে শাহবাজ বলেন– দুনিয়া জানে, ১৯৭১ সালে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে কারা। এখন তারাই বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) সমর্থন দিচ্ছে। যা নরেন্দ্র মোদির কাছ থেকে আসছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন– মোদি, আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখুন। পাকিস্তান এ অঞ্চলে শান্তি চায়। কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববেন না।

পাকিস্তানে ভারতের পানিপ্রবাহ বন্ধের হুমকির জবাবে শাহবাজ বলেন– যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে, তাহলে জেনে রাখুন: পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখা, যেটিতে কোনো ছাড় দেয়া হবে না।

কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায় ভারত। এতে পাকিস্তানে বহু বেসামরিক নাগরিকের মৃত্যুসহ স্থাপনা ধ্বংস হয়। পাল্টা জবাবে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ চালায় পাকিস্তান। এতে ভারতের ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ইসলামাবাদের।

দুই দেশের মধ্যে টানা চার দিন ধরে সংঘাতের পর গত ৯ মে পাল্টাপাল্টি হামলা থামাতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ।

এই পাতার আরো খবর
Our Like Page