৪০ রোহিঙ্গাকে সমুদ্রে ফেলে দিল ভারত

আটকের পর ৪০ রোহিঙ্গা শরণার্থীকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই লাইফ জ্যাকেট পরিয়ে সমুদ্রে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।।বার্তা সংস্থা এপি ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, গত ৬ মে রাতে দিল্লির উত্তম নগর, বিকাশপুরি ও হাসতসাল এলাকা থেকে নারী, শিশু, বৃদ্ধসহ ৪০ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে ৮ মে তাদের বিমানে তুলে নেয়ার পর জাহাজে তোলা হয়। পরে মিয়ানমারের সামুদ্রিক সীমানার কাছে তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে পানিতে ফেলে দেয় ভারতীয় নৌবাহিনী।
ওই শরণার্থীরা বর্তমানে কোথায় আছেন, তা স্পষ্ট নয়। রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেয়ার এ অভিযোগ এনেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা।
এই পাতার আরো খবর