ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ শিশুসহ ১৭ জনের মৃত্যু

ভারতের হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনার সংলগ্ন গুলজার হাউস এলাকায় একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট শিশু, পাঁচ নারীসহ কমপক্ষে ১৭ জন মারা গেছেন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার (১৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। দুর্ঘটনায় আহতের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই পাতার আরো খবর