গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে নেদারল্যান্ডসের হেগে লাখো মানুষের বিক্ষোভ

নেদারল্যান্ডসের হেগ শহরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভের আয়োজক অক্সফাম নোভিব। স্থানীয় সময় রোববার (১৮ মে) ফিলিস্তিনিদের সমর্থনে ও ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতায় শান্তিপূর্ণ এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ডাচ সরকারের কঠোর অবস্থানের দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভকারীদের বেশিরভাগই লাল পোশাক পরে গাজায় ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে ‘রেড লাইন’ নির্ধারণের দাবি জানিয়েছেন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
এই পাতার আরো খবর