পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির কোচ স্পালেত্তি
ফিফা বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইয়ের খেলায় শনিবার (৭ জুন) নরওয়ের কাছে ৩-০ গোলে হেরেছে ইতালি। বাছাইপর্বের প্রথম ম্যাচেই এই হারে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২০২৬ বিশ্বকাপে ওঠার পথ বেশ কঠিন হয়ে গেছে। এমন অবস্থায় ইতালির জন্য আরও একটি দুঃসংবাদ। কারণ—দলের কোচ লুসিয়ানো স্পালেত্তি ইতালিকে বিদায় বলে দিয়েছেন।
মূলত, মলদোভার বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছেন তিনি। ২০২৩ সালে রবার্তো মানচিনির জায়গায় ইতালির কোচ হিসেবে দায়িত্ব নেন স্পালেত্তি।
দায়িত্ব নেয়ার পর ২৩ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে ১১ জয়, এরমদ্ধে ড্র রয়েছে ৬টি ও হারও ৬টি। দায়িত্ব ছাড়লেও ধারণা করা হচ্ছে, আগামীকাল রাতে মলদোভার বিপক্ষে ম্যাচে শেষবারের মতো ডাগআউটে দাঁড়াবেন তিনি।
এই পাতার আরো খবর
Our Like Page


