শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ মানবতাবিরোধী মামলার ১৫ সেনা কর্মকর্তা কারাগারে: প্রথম দিন কেমন কাটল দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫ যে আসনে বিজয়ী প্রার্থীর দল সরকার গঠন করে: সিলেট-১ আসনে উত্তাপ বাড়ছে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা
Headline
Wellcome to our website...
লড়াই করে হারলো বাংলাদেশ
প্রকাশ কাল | বুধবার, ১১ জুন, ২০২৫, ৪:৪৩ পূর্বাহ্ন

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে হামজা-তপু-বর্মনরা। তবে ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে দেশের হয়ে ব্যবধান কমান রাকিব হোসেন। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল স্বাগতিকরা।

ম্যাচের একেবারে শেষ দিকে শাহরিয়ার ইমনের অসাধারণ হেডটি কোনোমতে মাঠের বাইরে পাঠান সিঙ্গাপুরের গোলকিপার। গোল হলে বাংলাদেশ ব্যবধান আরও কমাতে পারত, কিন্তু তা আর হয়নি।

এদিন কানায় কানায় পূর্ণ জাতীয় স্টেডিয়ামে নতুন দিনের স্বপ্ন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল হামজারা। কিন্তু সুযোগ পায় সিঙ্গাপুর। নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণ করে বাংলাদেশও। বিশেষ করে শমিত সোম তৈরি করেন বেশ কিছু সুযোগ। তবে কাজে লাগাতে ব্যর্থ হন রাকিব কিংবা ফাহামিদুল। গোলশূন্য ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু তখন ম্যাচের ৪৪ মিনিট।

গোলকিপার মিতুল বল ফিস্ট করতে গিয়ে ব্যর্থ হন। বক্সের মধ্যে হেড থেকে বল পেয়ে শট নেন সিঙ্গাপুরের সং উই ইয়াং। দূর থেকে হামজা চৌধুরী বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিরতির পর ৫৯ মিনিটে লিড দ্বিগুণ করেন ইসকান ফান্দি। গোলকিপার মিতুল চেষ্টা করেও ব্যর্থ হন।

মাঠে তখন পিন পতনের নীরবতা। সেই দর্শকদের জাগিয়ে তোলেন রাকিব হোসেন। ৬৭ মিনিটে হামজা চৌধুরীর বানিয়ে দেওয়া বলে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানান রাকিব। শেষ দিকে জমাট আক্রমণ করেও অবশ্য হাসিমুখে শেষ করা হয়নি হামজাদের।

এই পাতার আরো খবর
Our Like Page