রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
লক্ষ্মীপুর জেলা জামায়াত সেক্রেটারির পদত্যাগ
প্রকাশ কাল | বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৪:৫০ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে সেক্রেটারি মনোনীত করা হয়।

এর আগে, সকালে নুরনবী জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন। বিকেল ৫টায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বিষটি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট মুরাদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়তের আমির রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারি হিসেবে এ আর হাফিজ উল্যাহকে নিয়োগ দেন।

উল্লেখ্য, পদত্যাগের বিষয়টি ফারুক হোসাইন নুরনবীও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন

এই পাতার আরো খবর
Our Like Page