
ইরান ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে বসবাসরত মানুষদের যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ইসরায়েলিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলায় দখলকৃত এলাকার প্রতিটি অংশ এখন থেকে ইরানি হামলার লক্ষ্যবস্তু হবে।
ইরানের সামরিক কর্মকর্তারা আরও দাবি করেছেন যে, গত কয়েকদিনে ইরানি বাহিনী ইতোমধ্যে ইসরায়েলের বিভিন্ন সংবেদনশীল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তাদের কাছে আরও অনেক সামরিক ও নিরাপত্তা-সম্পর্কিত স্থাপনার তালিকা রয়েছে, যার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র, সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের বাসস্থানও অন্তর্ভুক্ত।
ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, “ভূগর্ভে আশ্রয় নিলেও তা ইসরায়েলিদের নিরাপত্তা দেবে না।” তারা দখলকৃত ভূখণ্ডের বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলি শাসকগোষ্ঠীর মানবঢাল হিসেবে ব্যবহৃত না হন। এই সতর্কবার্তার উদ্দেশ্য হল, ইসরায়েলের চলমান আগ্রাসনের জবাবে ইরানের চূড়ান্ত প্রস্তুতির বিষয়টি স্পষ্ট করা।
উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েল ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলা শুরু করার পর থেকেই ইরান পাল্টা হামলা চালাচ্ছে এবং এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।