হাইফা বিদ্যুৎকেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ২ জন আহত হয়েছেন।

ইসরায়েলের হাইফা বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২ জন আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম কানের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
হামলায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হাইফা বন্দরের নিকটবর্তী বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন জ্বলতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই হামলায় হাইফায় প্রায় ৩০ জন আহত হয়েছেন।
ইরানের এই হামলা ইসরায়েলে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
এই পাতার আরো খবর