
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারে ভারত সরকার ‘অপারেশন সিন্ধু’ নামে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে।
এই অভিযানের প্রথম দফায় ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মূলত ইরানের উরমিয়া মেডিক্যাল ইউনিভার্সিটির এই শিক্ষার্থীরা গত ১৭ জুন স্থলপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে যান। সেখান থেকে একটি বিশেষ বিমানে তাঁদের দিল্লিতে আনা হয়েছে, যা ১৯ জুন ভোরে দিল্লিতে অবতরণ করে। উদ্ধারকৃত শিক্ষার্থীদের মধ্যে ৯০ জনই জম্মু-কাশ্মীরের বাসিন্দা। ভারত সরকার কাশ্মীরী শিক্ষার্থীদের শ্রীনগর পর্যন্ত যাওয়ার জন্য বিনামূল্যে ফ্লাইটের ব্যবস্থা করেছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা ভারতীয়দের প্রথমে তুলনামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন এবং এরপর উপলব্ধ ও কার্যকর বিকল্প ব্যবহার করে তাঁদের সরিয়ে আনা হচ্ছে। দূতাবাস ইরানের অন্যান্য ভারতীয় নাগরিকদেরও তাদের জরুরি হেল্পলাইন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।
এই উদ্ধার প্রক্রিয়ায় ইরান ও আর্মেনিয়া সরকারের সহায়তার জন্য ভারত কৃতজ্ঞতা প্রকাশ করেছে।