
আপনার তথ্যটি সঠিক। জামায়াতের নেতাকর্মীদের লাঠিপেটার একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলীকে প্রত্যাহার করা হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আবদুল ওয়াহাব এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি হাসমত আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, প্রায় ১৩ বছর আগে ২০১২ সালের ৫ নভেম্বর জয়পুরহাট সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত থাকাকালীন হাসমত আলী জামায়াত-শিবিরের একটি মিছিলে লাঠিচার্জ করেছিলেন। সেই লাঠিচার্জের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় জামায়াতের জয়পুরহাট জেলা শাখার তৎকালীন সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলামসহ অনেকে আহত হয়েছিলেন এবং সেদিন গুলিতে শিবিরকর্মী বদিউজ্জামান নিহত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
ক্ষেতলাল থানায় ওসি হিসেবে যোগদানের মাত্র ১২ দিন পরই এই পুরোনো ভিডিও ভাইরাল হওয়ায় তাকে প্রত্যাহার করা হলো।