রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
‘ভালোবাসি লিসা’ পোস্ট দিয়ে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রাবির এক শিক্ষার্থী।
প্রকাশ কাল | বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৫:১১ পূর্বাহ্ন

‘ভালোবাসি লিসা’ পোস্ট দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী তার প্রেমিকার ছবি এবং ‘ভালোবাসি লিসা’ লেখা একটি পোস্ট দিয়ে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
আজ, ২৬শে জুন, ২০২৫ তারিখ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিজ্ঞান ভবনের ছাদ থেকে লাফ দেন তিনি। ওই শিক্ষার্থী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা এখনো জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার জানান, ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টার আগে ফেসবুকে তার প্রেমিকার ছবি এবং ‘ভালোবাসি লিসা’ লিখে একটি পোস্ট দেন। এরপর তিনি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই তার সুস্থতা কামনা করছেন।

এই পাতার আরো খবর
Our Like Page