রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
সংস্কার ছাড়া কোনো নির্বাচন মেনে নেবে না জামায়াত।
প্রকাশ কাল | মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৮:৪৪ পূর্বাহ্ন

সংস্কার ও বিচার এখনো দৃশ্যমান নয় বলে অনেকেই জুলাইয়ের অর্জন নিয়ে সন্দেহ প্রকাশ করলেও, জামায়াতে ইসলামী মনে করে জুলাই মাসের সবচেয়ে বড় সফলতা হলো—একটি স্বৈরাচারী শাসনব্যবস্থার পতন এবং জনগণের মুক্তি। তাই এখনই ‘জুলাই ব্যর্থ হয়েছে’ বলা যথাসময় নয়।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আয়োজিত জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্মরণে এক দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে দেশ সংকটময় পরিস্থিতির মুখোমুখি হবে, যা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। আমরা সংস্কারবিহীন কোনো নির্বাচন গ্রহণ করবো না। জনগণ যাকে ভোট দেবে, নির্বাচিত হবে সেই-ই।

তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পর জনগণ দেশে একটি মৌলিক পরিবর্তনের দাবি তুলেছে, যা গত ৫৪ বছরেও হয়নি। সরকার সেই পরিবর্তনের দিকে এগোতে চেষ্টা করছে। দীর্ঘদিনের ক্ষমতার একচেটিয়া চর্চা বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিএনপিসহ মাত্র তিনটি দল বাদে আমরা সবাই একত্র হয়েছি।

সব রাজনৈতিক দলকে উদ্দেশ করে তিনি বলেন, আসুন, মৌলিক পরিবর্তনের দাবিতে একত্র হই। সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো মানতে হবে—অন্যথায় আমরা আবারও আন্দোলনে নামবো এবং সরকারকে তা মানতে বাধ্যকরবো।

 

এই পাতার আরো খবর
Our Like Page