
ইসরায়েলে আবারও মিসাইল হামলা, হুথিদের দায় স্বীকার—প্রতিরক্ষামন্ত্রীর প্রতিশোধের হুঁশিয়ারি
ইসরায়েলে আবারও মিসাইল হামলার ঘটনায় দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার (১ জুলাই) জেরুজালেমে সতর্কতা সাইরেন বেজে উঠলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে স্থানীয় বাসিন্দারা। হামলার বিষয়টি নিশ্চিত করেছে আরব নিউজ ও টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তারা সফলভাবে ভূপাতিত করেছে। হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি, যারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।
উত্তরপ্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইয়েমেনের ভাগ্য হবে তেহরানের মতোই। যারা ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, তাদের সেই হাত কেটে ফেলা হবে।” তিনি আরও জানান, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় গত মাসে চালানো ১২ দিনের অভিযানের মতো প্রয়োজন হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে নৌ ও আকাশপথে অবরোধেরও হুমকি দেন তিনি।
আইডিএফের দাবি, হুতিদের বেশিরভাগ হামলাই তারা প্রতিহত করছে। তবে পাল্টা হামলায় এরই মধ্যে ইয়েমেনের বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েল।