
বাংলাদেশ সফর স্থগিত করল ভারত, সরকারের অনুমতি মেলেনি
আগস্টে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের জাতীয় ক্রিকেট দলের। তবে সেই সফর আপাতত স্থগিত করা হয়েছে। কারণ, মোদি সরকার বিরাট কোহলি-রোহিত শর্মাদের এ সফরের অনুমোদন দেয়নি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে দেশটির একাধিক সরকারি সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো সরকারের কাছ থেকে সফরের জন্য চূড়ান্ত অনুমতি পায়নি। দিল্লির ধারণা, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ঢাকা-দিল্লি সম্পর্কের বর্তমান শীতলতা এ সফরের জন্য উপযুক্ত নয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় দল সফরে গেলে জনমনে ভুল বার্তা যেতে পারে।”
এই পরিস্থিতিতে বিসিসিআই সফরটি পুনঃনির্ধারণের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে। বিসিসিআই চাইছে, সফরটি ২০২৬ সালে আইপিএলের পর অনুষ্ঠিত হোক। ভারতীয় বোর্ডের মতে, তখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকবে এবং সফরের জন্য পরিবেশ আরও অনুকূল হবে।