বালিতে ৬৫ যাত্রীসহ ফেরিডুবিতে ৪ জন নিহত ও ৪১ জন নিখোঁজ।

ইন্দোনেশিয়ার বালিতে ৬৫ যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং ৪১ জন এখনো নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।
বৃহস্পতিবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২ জুলাই) ইস্ট জাভা প্রদেশের কেতাপাং বন্দর থেকে ‘এম ভি টুনু প্রাতামা’ নামে একটি ফেরি বালির গিলিমানুক বন্দরের উদ্দেশে ছেড়ে যায়। যাত্রার প্রায় আধ ঘণ্টার মধ্যেই ফেরিটি ডুবে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরিটিতে ৫৩ যাত্রী ও ১২ জন ক্রু সদস্য ছিলেন। এছাড়া ২২টি যানবাহন ছিল ফেরিটিতে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার কাজ শুরু করে জরুরি সেবা সংস্থাগুলো। এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। নিখোঁজ রয়েছেন ৪১ জন।
এই পাতার আরো খবর