লালমাটিয়া থেকে সাবেক সংসদ সদস্য দুর্জয়কে গ্রেফতার করা হয়েছে।

জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুর্জয়ের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া গত বছরের ৩ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত দুর্জয় ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে।
উল্লেখ্য, দুর্জয় ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৪ ও ২০১৮ সালেও একই আসনে এমপি নির্বাচিত হন তিনি।
এই পাতার আরো খবর