ট্রাম্প-পুতিনের ফোনালাপের পরই ইউক্রেনে ব্যাপক হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার (৪ জুলাই) রাতভর রাশিয়ার ব্যাপক হামলা চলে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আবাসিক এলাকাসহ এক ডজনেরও বেশি স্থানে হামলা চালানো হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি হয়নি বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পরেই শুরু হয় এই হামলা।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো জানান, ঘণ্টাব্যাপী এ হামলায় অন্তত আটজন আহত হয়েছেন এবং শহরের দুটি জেলার কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই পাতার আরো খবর