
ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি আরব—এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইসরায়েল হাইয়োম’।
প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরব প্রকাশ্যে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও, গোপনে জর্ডান ও ইরাকের মাধ্যমে হেলিকপ্টার পাঠিয়ে তেহরানের ড্রোন ঠেকাতে সহায়তা করেছে। যদিও রিয়াদ এখনো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহায়তার বিষয়টি স্বীকার করেনি।
১২ দিনের এই সংঘাতে ইরান একা লড়লেও, ইসরায়েল পেয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সরাসরি সহায়তা। একইভাবে মুসলিম দেশ জর্ডানের বিরুদ্ধেও রয়েছে ইরানের ছোড়া ড্রোন প্রতিহতের অভিযোগ।
সৌদি আরব শুরু থেকেই ইরানের পক্ষে বক্তব্য দিলেও, বাস্তবে ইসরায়েলি হামলা প্রতিহত করতে ড্রোন প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখে। প্রতিবেদনে দাবি করা হয়, জর্ডান, ইরাক ও সৌদি আরবের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে ইরানের ছোড়া বিস্ফোরকবাহী ড্রোন ধ্বংস করেছে সৌদি বিমান বাহিনী।
আঞ্চলিক নিরাপত্তা রক্ষার নামে এই পদক্ষেপ ইসরায়েলকে বড় ধরনের সহায়তা বলেই চিহ্নিত করেছে সংবাদমাধ্যমটি। তবে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কোনো বক্তব্য দেয়নি।
উল্লেখ্য, সৌদি আরবের বিমান বাহিনী মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী। তবে এর বেশিরভাগ অস্ত্রশস্ত্রই যুক্তরাষ্ট্র সরবরাহ করেছে—যা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। আর গাজায় ইসরায়েলি হামলা নিয়ে কার্যকর অবস্থান না নেওয়ায় সৌদি আরব বর্তমানে মুসলিম বিশ্বের তীব্র সমালোচনার মুখে।