শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
নভেম্বরের মধ্যেই গণভোট চাই: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান নির্বাচনের আগে সংঘাত অবশ্যম্ভাবী: মাহফুজ আলমের সতর্কবার্তা এবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শিরীন পারভিন হক ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ
Headline
Wellcome to our website...
নিজের নামেই একটি নতুন সুগন্ধি বাজারে এনেছেন ট্রাম্প।
প্রকাশ কাল | শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৫:০৯ পূর্বাহ্ন

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার নিজস্ব প্রসাধনী ব্র্যান্ড থেকে একটি নতুন সুগন্ধি বাজারে এনেছেন। ‘ভিক্টরি’ নামের এই পারফিউমকে তিনি জয়, শক্তি ও সাফল্যের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এই ঘোষণা দেন।

নতুন পারফিউম ও কোলনের নাম দেওয়া হয়েছে ‘ভিক্টরি ৪৫-৪৭’। প্রচারণায় ট্রাম্প জানান, এই সুগন্ধি তাদের জন্য, যারা জীবনে জয়লাভ করতে চায়। ট্যাগলাইনে তিনি বলেছেন, “জয়ীদের জন্যই এই ঘ্রাণ।”

দামেও এটি বেশ ব্যয়বহুল। ‘ভিক্টরি ৪৫-৪৭’ পারফিউমটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ৩৭০ টাকা। এই দামকে তুলনা করা হচ্ছে বিলাসবহুল সুগন্ধি ব্র্যান্ড শানেল নাম্বার ফাইভ-এর সঙ্গে।

এর আগেও ২০২৪ সালের ডিসেম্বরে ট্রাম্প বাজারে এনেছিলেন আরেকটি পারফিউম—‘War! War! War!’—যার মূল্য ছিল ১৯৯ ডলার।

সুগন্ধি ছাড়াও ট্রাম্প ব্র্যান্ডের অন্যান্য বিলাসবহুল পণ্যের মধ্যে রয়েছে ৬৯.৯৯ ডলারের ‘গড ব্লেস দ্য ইউএসএ’ বাইবেল এবং ২৯৯ ডলারের ‘ট্রাম্প ল্যান্ডস্লাইড’ বুটস।

ব্যবসার দিক থেকে ট্রাম্প সবসময়ই সক্রিয় ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগেও তিনি পারিবারিকভাবে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আর প্রেসিডেন্সি শেষে নিজের ব্র্যান্ডের পণ্য বিক্রি করে বিপুল অর্থ আয় করছেন তিনি। একটি আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরে শুধু স্নিকার্স ও সুগন্ধি বিক্রি করেই তিনি আয় করেছেন প্রায় ২৫ লাখ ডলার। আর গেলো মাসে ট্রাম্প কারেন্সি, গলফ ক্লাব ও লাইসেন্সিং ব্যবসা থেকে আয় করেছেন প্রায় ৬ হাজার লাখ ডলার।

এই পাতার আরো খবর
Our Like Page