
রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্তারোভোইতকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির তদন্ত কমিটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গুলিবিদ্ধ হয়ে আত্মহত্যা করেছেন।
মাত্র কয়েক ঘণ্টা আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে পদচ্যুত করেন। তবে বরখাস্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি। তার স্থলে সহকারী মন্ত্রী আন্দ্রেই নিকিতিনকে নতুন পরিবহনমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটি জানিয়েছে, তারা স্তারোভোইতের মৃত্যুর কারণ ও পরিস্থিতি নিয়ে অনুসন্ধান চালাচ্ছে। তিনি ২০২৪ সালের মে মাসে পরিবহনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর আগে, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি কুর্স্ক অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের আগস্টে ইউক্রেনীয় বাহিনী কুর্স্ক অঞ্চলের কিছু অংশ দখল করে নেয়। যদিও মস্কো পরে ওই এলাকাগুলো পুনর্দখল করতে সক্ষম হয়, জুনের শেষ দিকে কিয়েভ দাবি করে যে তারা এখনো রাশিয়ার ভেতরে একটি ছোট অঞ্চল নিয়ন্ত্রণ করছে।
স্তারোভোইতের উত্তরসূরি আলেক্সেই স্মিরনভ অল্প সময় দায়িত্ব পালন করেন। এপ্রিল মাসে তাকে গ্রেফতার করা হয় এবং ইউক্রেন সীমান্তে প্রতিরক্ষা বাংকার নির্মাণের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত করা হয়।
স্তারোভোইতের মৃত্যুর সঠিক সময় জানা যায়নি। তবে রাশিয়ার স্টেট ডুমার প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ জানান, তার মৃত্যু ‘কয়েক দিন আগেই’ হয়েছে।
স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) তার মৃত্যুর খবর প্রকাশের আগেই, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান যে, কুর্স্কের ঘটনার কারণে প্রেসিডেন্ট পুতিন স্তারোভোইতের ওপর আস্থা হারিয়েছিলেন কিনা। জবাবে পেসকোভ বলেন, “আস্থা হারানোর কথা তখনই বলা হয়, যখন সেটা হারানো হয়।”