
ফেনীতে নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা, ১৫ গ্রাম পানির নিচে
ফেনীর উত্তরাঞ্চলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর অন্তত ৮টি স্থানে বাঁধ ভেঙে গেছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই ভাঙনে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ১৫টি গ্রাম তলিয়ে গেছে। নদীর পানি কোথাও কোথাও বেড়িবাঁধ ছাপিয়ে প্রবাহিত হচ্ছে।
রাতভর অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে সময় কাটিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে নিরাপত্তার জন্য রাতেই আশ্রয়কেন্দ্রে চলে গেছেন। জেলা প্রশাসক জানিয়েছেন, ইতোমধ্যে ১৩১টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।
ফুলগাজী উপজেলার দেড়পাড়া, শ্রীপুর, মুন্সিরহাট, বরইয়া ও নিলক্ষীসহ অন্তত ১০টি গ্রামে পানি ঢুকেছে। ফুলগাজী বাজারেও পানি প্রবেশ করে দোকানপাট তলিয়ে গেছে। অন্যদিকে, পরশুরামের উত্তর ধনীকুন্ডা, মধ্যম ধনীকুন্ডা, রামপুর, দুর্গাপুর ও রতনপুর প্লাবিত হয়েছে। এছাড়া পরশুরামের বল্লামুখা সীমান্ত দিয়ে ভারতের অংশে বাঁধ ভেঙে বাংলাদেশে পানি ঢুকছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন জানিয়েছেন, মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, টানা দুই দিনের ভারী বর্ষণে ফেনী শহরের অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। যদিও কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে, তবে নিচু ঘরগুলো এখনো বসবাসের উপযোগী নয়। এসব এলাকায় চরম দুর্ভোগে দিন পার করছেন বাসিন্দারা।