চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার ফলাফল দুপুর ২টায় প্রকাশিত হবে।
প্রতিটি শিক্ষা বোর্ড নিজ নিজ ওয়েবসাইটের মাধ্যমে আলাদাভাবে ফল প্রকাশ করবে। পরীক্ষার্থীরা কেন্দ্রীয় ফল প্রকাশ সাইট বা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফল জানতে পারবে।
মোবাইল ফোন থেকেও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য নির্ধারিত নম্বর ১৬২২২-তে প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে ফলাফল পাওয়া যাবে।
ফল প্রকাশ উপলক্ষে দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল শুরু হওয়া এ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন।
এই পাতার আরো খবর