
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিন আসামির বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হলো।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আগামী ৩ ও ৪ আগস্ট সূচনা বক্তব্য ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছে আদালত।
গত ৭ জুলাই শুনানি শেষে আদেশের জন্য ১০ জুলাই দিন ধার্য করা হয়। ওইদিন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীরা তাঁদের নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন জানান। তবে সাবেক আইজিপি মামুনের পক্ষে কোনো আবেদন বা শুনানি হয়নি।
এর আগে, গত ১ জুলাই প্রসিকিউশন শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করে। তারও আগে, ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা শুনানি শেষে আমলে নেয় ট্রাইব্যুনাল।