
নির্বাচন কমিশনের (ইসি) শাপলা প্রতীক বাতিলের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসাথে তিনি ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং নির্বাচন নিয়ে সরকারের অতিমাত্রায় আগ্রহকে তড়িঘড়ি সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, সরকার ঘোষণাপত্র ও বিচার-সংস্কার নিয়ে কাজ করার কথা বললেও, বাস্তবে সেদিকে কোনো মনোযোগ নেই।
বুধবার (৯ জুলাই) ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দলীয় পদযাত্রা শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন নিয়ে সরকার যতটা সক্রিয়, বিচার বা সংস্কারের বিষয়গুলোতে তাদের তেমন কোনো অবস্থান দেখা যাচ্ছে না। একই কথা প্রযোজ্য জুলাই সনদ ও ঘোষণাপত্রের ক্ষেত্রেও।”
তিনি আরও বলেন, “আমরা সরকারকে আগেও সতর্ক করেছি, যেন কোনো রাজনৈতিক দলের চাপে এমন সিদ্ধান্ত না নেয়, যা গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে প্রতারণা হিসেবে বিবেচিত হতে পারে।”
এদিন সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে, বিকেলে চুয়াডাঙ্গা সফর শেষে ঝিনাইদহে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে জেলা পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে শুরু হয় পদযাত্রা, যেখানে হাজারো উৎসুক জনতা হাত নেড়ে নেতাদের শুভেচ্ছা জানান।