শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ মানবতাবিরোধী মামলার ১৫ সেনা কর্মকর্তা কারাগারে: প্রথম দিন কেমন কাটল দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫ যে আসনে বিজয়ী প্রার্থীর দল সরকার গঠন করে: সিলেট-১ আসনে উত্তাপ বাড়ছে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা
Headline
Wellcome to our website...
আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে যাঁরা জুমার নামাজের ইমামতি করবেন।
প্রকাশ কাল | শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৫:৩৫ পূর্বাহ্ন

আজ (শুক্রবার, ১৬ মহররম ১৪৪৬ হিজরি, ১১ জুলাই) মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন দুই প্রখ্যাত ইসলামিক স্কলার। মসজিদে হারামের কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

মসজিদে হারাম:
আজ জুমার নামাজের ইমামতি করবেন সুপরিচিত ইসলামিক স্কলার শায়খ ড. বানদার বালিলাহ। তিনি প্রায় এক দশক ধরে মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

মসজিদে নববি:
আজ মসজিদে নববিতে জুমার নামাজের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আলেম ও কারি শায়খ ড. খালিদ ইবনে সুলাইমান ইবনে আবদুল্লাহ আল মুহান্না। তিনি ১৯৭৬ সালে সৌদি আরবের আল আহসায় জন্মগ্রহণ করেন। তার পিতা শায়খ সুলাইমান ইবনে আব্দুল্লাহ ছিলেন রিয়াদের পাবলিক কোর্টের বিচারক ও স্বনামখ্যাত আলেম।

ড. খালিদ শৈশবে কোরআন হিফজ করেন এবং ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন বিভাগ থেকে ১৯৯৭ সালে অনার্স, ২০০৩ সালে মাস্টার্স এবং ২০০৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি শায়খ আব্দুল্লাহ বিন বাজ (রহ.) এবং শায়খ আব্দুল্লাহ বিন আকিলের (রহ.) সরাসরি ছাত্র।

তিনি ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০০৯ সালে সহকারী অধ্যাপক হন। ২০১৫ ও ২০১৬ সালে রমজান মাসে মসজিদে নববিতে ইমামতির দায়িত্বও পালন করেছেন। আজ তিনি সেখানে খতিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।

এই পাতার আরো খবর
Our Like Page