
যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অক্ষত রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইসরায়েলের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, সেন্ট্রিফিউজের বড় একটি অংশ ধ্বংস হলেও, ইউরেনিয়াম ভর্তি বিশেষ কন্টেইনারগুলো এখনও ইরানি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।
গত ২১ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় ৩০ হাজার পাউন্ড ওজনের ১৪টি বাঙ্কার ধ্বংসকারী বোমা ফেলে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এর আগে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলও। অভিযান নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছিল, এতে অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে যাবে ইরানের পারমাণবিক কর্মসূচি। কিন্তু সাম্প্রতিক ইসরায়েলি মন্তব্যে সে দাবির বিপরীত চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের হাতে এখনও রয়েছে প্রায় ১৮ হাজার সেন্ট্রিফিউজ, যেগুলোর একটি বড় অংশ মার্কিন হামলায় ধ্বংস হলেও, ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে আগের মতোই। বিশেষ নিরাপদ কন্টেইনারে রাখা এই ইউরেনিয়াম ইরানি বিজ্ঞানীদের নিয়ন্ত্রণে রয়েছে, যা দিয়ে তেহরান সহজেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে বলে আশঙ্কা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা আরও দাবি করেন, ১০ মাস আগে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার মৃত্যুর পর থেকেই ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্য তেলআবিবের কাছে থাকলেও পরে তা যুক্তরাষ্ট্রকেও জানানো হয়েছে।