
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের খানাখন্দে ভরা এই অংশে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে, কোথাও কোথাও যানবাহন একেবারে থেমে যাচ্ছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) মধ্যরাত থেকে শুরু হওয়া এ যানজটে যাত্রী ও চালকেরা পড়েছেন চরম ভোগান্তিতে।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে আশুগঞ্জ ও বিশ্বরোড মোড় এলাকায় সড়কের অবস্থা অত্যন্ত করুণ। গভীর গর্তের কারণে অনেক সময় যানবাহনের চাকা আটকে যাচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
মামুন পরিবহনের চালক মো. লিয়াকত বলেন, ‘রাস্তার ভাঙাচোরা অবস্থার কারণেই এই যানজট। বিশেষ করে আশুগঞ্জ গোলচত্বর ও বিশ্বরোড মোড় এলাকায় সড়কের এমন অবস্থা যে, যেকোনো সময় গাড়ি উল্টে যেতে পারে। রাত ২টায় শাহবাজপুরে পৌঁছেছিলাম, এরপর ৮ ঘণ্টায় মাত্র ৫ কিলোমিটার এগুতে পেরেছি। আমরা চাই, দ্রুত রাস্তার সংস্কারকাজ শুরু হোক।’
একই দুর্ভোগের কথা জানান ট্রাকচালক ভুষণ দেব। তিনি বলেন, ‘রাত ১০টায় আশুগঞ্জ এলাকায় যানজটে পড়েছি। জ্যাম খুব ধীরে ছাড়ছে। প্রায়ই এমন ভোগান্তির মধ্যে পড়তে হয়। রাস্তা দ্রুত সংস্কার করা উচিত।’
যাত্রী মো. শামীম বলেন, ‘গত রাতে রওনা হয়েছিলাম ঢাকার উদ্দেশে। আজ আমার উপ-সহকারী কৃষি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘ যানজটে আটকে গিয়ে পরীক্ষায় পৌঁছাতে পারিনি। দুই ঘণ্টা ধরে হেঁটে চলেছি। অনেক দিন ধরে রাস্তার কাজ শুরু হওয়ার কথা শোনা যাচ্ছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।’