
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) সাকিব আল হাসান ফিরেছেন তার চেনা রূপে। দুবাই ক্যাপিটালসের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ৩৭ বলে ৫৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন চারটি উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল স্ট্যাগসকে ২২ রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে সাকিবের হাতে।
যখন পাল্লেকেলেতে বাংলাদেশ হতাশায় ভুগছে, ঠিক তখন গায়ানায় উদ্ভাসিত এক বাংলাদেশি ক্রিকেটার—সাকিব আল হাসান। দীর্ঘদিন পর গ্লোবাল সুপার লিগে ফিরেই প্রমাণ করলেন, কেন তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো ভয়ংকর এক নাম।
বিভিন্ন সময় চোট ও চোখের সমস্যায় ভুগেছেন সাকিব, বিশেষ করে ব্যাটিংয়ে ছিলেন ছন্দহীন। হেড পজিশন ঠিক রাখতে ব্যাটিংয়ের সময় হেলমেটের স্ট্র্যাপ কামড়ে ধরার চিত্র দেখা গেছে এদিনও। কিন্তু তা যেন বাধা হতে পারেনি—শুরুটা করেছেন আগ্রাসী মেজাজেই।
মূলত রংপুর রাইডার্সের হয়ে এই টুর্নামেন্টে খেলার কথা ছিল সাকিবের। কিন্তু বিভিন্ন কারণে তিনি স্কোয়াডে জায়গা পাননি। সেই সুযোগ কাজে লাগায় দুবাই ক্যাপিটালস, আর সাকিবও ভুল করেননি আস্থা রাখার প্রতিদান দিতে। যদিও শেষ পিএসএলে ব্যাটে-বলে ছিলেন নিষ্প্রভ, তবুও দুবাইয়ের আস্থাকে কাজে লাগিয়ে অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন এই টাইগার তারকা।