
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই। রোববার (১৩ জুলাই) যুক্তরাজ্যের লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।
বুহারির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিশ্চিত করেন তার ডিজিটাল যোগাযোগবিষয়ক বিশেষ সহকারী বশির আহমাদ। এক পোস্টে তিনি জানান, লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যু হয়েছে বলে তার পরিবার জানিয়েছে। তিনি প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে, নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বোলা তিনুবু এক বিবৃতিতে জানান, তিনি বুহারির স্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং ভাইস প্রেসিডেন্ট কাশিম শেত্তিমাকে মরদেহ দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা তদারকির নির্দেশ দিয়েছেন।
মুহাম্মাদু বুহারি প্রথমে সেনাশাসক হিসেবে নাইজেরিয়ার ক্ষমতায় আসেন। ১৯৮০-এর দশকে তিনি ‘ইস্পাত কঠিন’ শাসনব্যবস্থার জন্য পরিচিত ছিলেন। পরে তিনি নিজের রাজনৈতিক অবস্থান বদলে গণতন্ত্রপন্থি নেতার রূপে রাজনীতিতে ফিরে আসেন।
২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে তিনি দেশের বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের নির্বাচনে ক্ষমতাসীন সরকারকে পরাজিত করে তিনি ইতিহাস সৃষ্টি করেন।